বাসস দেশ-২১ : কুমিল্লায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ অভিযানে অর্থদন্ড

78

বাসস দেশ-২১
অভিযান
কুমিল্লায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ অভিযানে অর্থদন্ড
কুমিল্লা (দক্ষিণ), ২২ মার্চ, ২০২১, (বাসস) : করোনা সেকেন্ড ওয়েভ মোকাবেলায় কুমিল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা নগরীতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিতকরণে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ২৭টি মামলায় মোট ৪ হাজার ৮ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে বিনামূল্যে মাস্ক বিরতণ করা হয়। মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা। অভিযানগুলো পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা পৃথা, নাছরিন সুলতানা ও তানজিমা আঞ্জুম সোহানিয়া। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, মাস্ক পরিধান নিশ্চিতকরণের জন্য এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৪০/নূসী