আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

180

ঢাকা, ২২ মার্চ, ২০২১(বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিমন্ত্রী বলেন, আতিকউল্লাহ খান মাসুদ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। দৈনিক জনকণ্ঠের মাধ্যমে তিনি সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে নতুন ধারার সূচনা করেন। তাঁর মৃত্যু অসা¤প্রদায়িক ও মুক্তচিন্তার ক্ষেত্রে গভীর শূন্যতার সৃষ্টি হলো।
উল্লেখ্য,আতিকউল্লাহ খান মাসুদ আজ ভোরে ইন্তেকাল করেন।