বাসস দেশ-৯ : জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

103

বাসস দেশ-৯
ড. মোমেন-শোক-মাসুদ
জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
ঢাকা, ২২ মার্চ, ২০২১ (বাসস) : দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও গ্লোাব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
আজ এক শোক বার্তায় ড. মোমেন বলেন, আতিক উল্লাহ খান মাসুদ অত্যন্ত দৃঢ় চিত্তের অধিকারী ছিলেন।
বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন মত প্রকাশের স্বাধীনতা ছিল না তখন আতিকুল্লাহ খান মাসুদ তার পত্রিকা জনকন্ঠের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে অকুতোভয় ছিলেন। আমি ব্যক্তিগতভাবে তার এবং তার সহকর্মী মরহুম আতাউর রহমানের প্রতি কৃতজ্ঞ। কারণ, সে সময়ের সরকারের অনিয়ম তুলে ধরে লেখা আমার আর্টিকেল তার পত্রিকায় সাহসিকতার সাথে প্রকাশ করতেন ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট সাংবাদিককে হারালাম।
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমআর/১৩০০/-আসাচৌ