জয়পুরহাটে পুলিশের র‌্যালি ও মাস্ক বিতরণ

292

জয়পুরহাট, ২২ মার্চ, ২০২১ (বাসস) : করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মানাতে সোমবার সকাল ১০টায় র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে জয়পুররহাট জেলা পুলিশ।
মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর ও বাটার মোড় এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা। করোনা সচেতনতামূলক র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আব্দুস সালাম, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান প্রমূখ। বাস,অটোরিকশায় সাধারণ মানুষকে সচেতন করছেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞার নেতৃত্বে পুলিশের সদস্য । জয়পুরহাট থেকে ধামইরহাটের বাসে যাওয়া আমিনুল ইসলাম নামে এক যাত্রী বলেন, বাসায় মাস্ক ছেড়ে এসেছি। মাস্ক না পরে বাহিরে আসা টা ঠিক হয়নি। অটোরিকশা চালক আব্দুল হান্নান বলেন, মাস্ক ব্যবহার না করলে আমাদের জন্য করোনায় সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী জানান, গত এক সপ্তাহে নতুন করে জেলায় ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।