বাসস দেশ-৪৬ : সাতক্ষীরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

88

বাসস দেশ-৪৬
বর্ণ-বৈষম্য-বিলোপ-দিবস
সাতক্ষীরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
সাতক্ষীরা, ২১ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় আজ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২১ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলিত জনগোষ্ঠী। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮ দফা বাস্তবায়ণের দাবি করেছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম) জেলা কমিটির আয়োজনে আজ বেলা ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে।
বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মিডা সংন্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক জগবন্ধু দাশ, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার দাশ, কার্যনির্বাহী সদস্য মন্টু কুমার দাশ প্রমুখ।
বাসস/এনডি/সংবাদাতা/১৯২৫/কেজিএ