বাসস দেশ-২০ : ভারতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আজাদ নিহত

91

বাসস দেশ-২০
ভিপি-নিহত
ভারতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আজাদ নিহত
কুমিল্লা (দক্ষিণ), ২১ মার্চ, ২০২১ (বাসস) : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ (৫৭) ভারতের দর্শনায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে।
তার মৃত্যুতে কুমিল্লার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
নিহতের ছোট ভাই সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল বাসসকে জানান, মিজানুর রহমান আজাদ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ফেরার পথে শনিবার রাতে ভারতের দর্শনায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। মিজানুর রহমান আজাদ ৯০ দশকের মেধাবী ছাত্রনেতা ছিলেন। তার নেতৃত্বে কুমিল্লায় এরশাদ বিরোধী আন্দোলন জোরদার হয়। তিনি একজন তুখোড় বক্তা। তিনি ছিলেন সব মতের মানুষের নিকট প্রিয়। কেন্দ্রীয় ছাত্রলীগের তিনি সভাপতি প্রার্থী ছিলেন।
ময়না তদন্ত শেষে আজ রোববার দুপুরে মরদেহ দেশে আনা হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫৫০/কেজিএ