বাসস দেশ-১৮ : জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ

101

বাসস দেশ-১৮
কমিটি-অনুমিত হিসাব
জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ
ঢাকা, ২১ মার্চ, ২০২১ (বাসস) : জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভায় জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়েছে ।
কমিটির সভাপতি মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং আহসান আদেলুর রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের চলমান প্রকল্পসমূহের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা ব্যতীত ইউনিয়নভিত্তিক চিন্তা করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)/সহকারী ইঞ্জিনিয়ার নিয়োগের সুপারিশ করা হয়।
সভায় ‘উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (২য় পর্যায়),’ ‘বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)’, এবং ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’ এর সার্বিক উন্নয়নের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কিত তথ্য আগামী এক মাসের মধ্যে রিপোর্ট আকারে জানানোর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
এছাড়া, সভায় উন্নত জাতের চা নির্ধারণ করে ক্ষুদ্র খামারীদেরকে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষাবাদ করাসহ চা শিল্পের শ্রমিক বা অন্য যারা নিযুক্ত আছেন তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য সুপারিশ করা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, আইএমইডির সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৫৩৫/-কেকে