নওগাঁয় কোভিড প্রতিরোধে পুলিশের সচেতনতা কর্মসূিচ

273

নওগাঁ, ২১ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সচেতনতা কর্মসচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় সদর মডেল থানা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি প্রধান সড়ক ধরে মুক্তির মোড়ে এসে শেষ হয়। অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি র‌্যালীতে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, অফিসার্স ইনচার্জ ডিবি মোঃ শামসুদ্দিন অহম্মেদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন।
র‌্যালী চলাকালীন সময়ে কোভিড-১৯ প্রতিরোধ এবং এর আগ্রাসন থেকে সচেতন থাকতে বিভিন্ন স্লোগান দেয়া এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।