বাসস ক্রীড়া-১০ : বাবরের বিরুদ্ধে মামলার নির্দেশ এফআইএ’র

96

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-বাবর
বাবরের বিরুদ্ধে মামলার নির্দেশ এফআইএ’র
করাচি, ১৯ মার্চ ২০২১ (বাসস) : বেশ কিছুদিন আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে নারী হয়রানির অভিযোগে আদালতে মামলার আবেদন করেন হামিজা মুখতার নামের একজন নারী। তখন এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল পুলিশ।
তদন্ত শেষে এবারের বাবরের বিরুদ্ধে মামলা করার জন্য দেশটির ফেডারেল তদন্ত সংস্থাকে (এফআইএ) নির্দেশ দিয়েছে লাহোরের একটি আদালত।
গেল বছর পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের আগে এক সংবাদ সম্মেলনে বাবরের বিরুদ্ধে অভিযোগ আনেন হামিজা। তবে লাহোর হাইকোর্ট থেকে ঐ মামলার স্থগিতাদেশ আনেন বাবরের আইনজীবীরা।
মামলার পর থেকে অভিযোগকারী সেই নারীকে বিভিন্নভাবে ফোনে হুমকি দেয়া হয়। পরে তদন্ত করে একটি ফোন নাম্বারের সন্ধান পেয়েছে এফআইএ। আর সেই ফোন নাম্বার বাবরের নামে নিবন্ধিত। পরে বাবরকে তলব করা হলেও এফআইএতে যাননি তিনি।
তার বদলে সেখানে গিয়েছিলেন তার ভাই ফয়সাল আজম। আদালতের কাছে সময় চেয়েছিলেন তার ভাই। কিন্তু দোষীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে এফআইএ।
বাসস/এএমটি/১৭৪৩/স্বব