বাসস দেশ-৩৪ : দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, সুস্থ ১,৫৩৪ জন

82

বাসস দেশ-৩৪
করোনা-আপডেট
দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৬, সুস্থ ১,৫৩৪ জন
ঢাকা, ১৮ মার্চ, ২০২১ (বাসস) : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১১ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৬২৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন। আজ শনাক্ত
বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯১ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২৪ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৬৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ২১২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৪৮১ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ২৬৯টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯২৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩ হাজার ৩৫০টি কম নমুনা পরীক্ষা হয়েছে।
বাসস/এএসজি/এমএসএইচ/১৭১০/এএএ