জয়পুরহাটে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী

392

জয়পুরহাট, ১৮ মার্চ, ২০২১ (বাসস) : স্বাধীনতরা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জয়পুরহাটের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আজ বৃহষ্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে দু’দিন ব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী।
জয়পুরহাট ফটোগ্রাফার্স সোসাইটির উদ্যোগে আয়োজিত ’ আপনার চোখে বাংলাদেশ’ শীর্ষক দু’দিন ব্যাপী এ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু । বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট লাইব্রেরী ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী ও কবি জিয়া রায়হান। অনুষ্ঠানে জয়পুরহাটের ষ্টুডিও স্কয়ারের মালিক কামরুল হাসানকে ফটোগ্রাফী পেশায় ৫০ বছর ধরে দায়িত্ব পালন করায় গুণীজন সম্মাননা প্রদান করা হয়। দু’দিন ব্যাপী এ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দু’দিন ব্যাপী এ আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে দেশের ৬৪ জেলার ফটোগ্রাফারদের ২শটি ছবি স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা।