বাসস ক্রীড়া-৭ : অবসরের পাঁচ বছর পর জাতীয় দলে ইব্রাহিমোভিচ

80

বাসস ক্রীড়া-৭
ফুটবল-ইব্রাহিমোভিচ
অবসরের পাঁচ বছর পর জাতীয় দলে ইব্রাহিমোভিচ
স্টকহোম, ১৭ মার্চ ২০২১ (বাসস) : অবসর নেওয়ার ৫ বছর পর আবারো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন সুইডেনের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ। আগামী ২৬ মার্চ জর্জিয়া এবং ২৯ মার্চ কসোভোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব এবং ৩১ মার্চ এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে সুইডেনে কোচ জ্যান অ্যান্ডারসন ঘোষিত দলে জায়গা পেয়েছেন ইব্রা।
২০১৬ সালে ইউরোতে সুইডেন গ্রুপ পর্ব থেকে বিদায় নিলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দেন ইব্রাহিমোভিচ। তবে গত বছরের নভেম্বরে স্থানীয় সংবাদমাধ্যমে আবারো জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এ স্ট্রাইকার। তাতেই সাড়া দিয়েছে সুইডেন ফুটবল ফেডারেশন। ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা ইব্রাহিমোভিচকে আবারো জাতীয় দলে ফেরালো।
দলে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইব্রাহিমোভিচ লিখেন, ‘রিটার্ন অব গড’।
কোচ অ্যান্ডারসন বলেন, ‘সবচেয়ে বড় কথা, সে খুব ভালো ফুটবলার। সুইডেনের সেরা খেলোয়াড়। মাঠে সে অবদান রাখতে পারবে। দলের অন্য খেলোয়াড়দেরও তার অভিজ্ঞতা কাজে লাগবে।’
দেশের হয়ে এখন পর্যন্ত ১১২ ম্যাচে ৬২ গোল করেছেন ইব্রাহিমোভিচ। চলতি মৌসুমে এসি মিলানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১৬টি গোল করেছেন তিনি।
বাসস/এএমটি/১৮২০/স্বব