বঙ্গবন্ধুর প্রতি মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

267

ঢাকা, ১৭ মার্চ, ২০২১ (বাসস) : মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট আজ সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে তার প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরিদর্শন বইতে তিনি লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার সারা জীবনের সংগ্রাম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে তার গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি করে দিয়েছে তার জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জাদুঘর পরিদর্শন আমার জন্যে খুবই সম্মানের বিষয়।
তিনি আরো বলেন, গণতন্ত্র ও স্বাধিকারের প্রতীক হিসেবে বঙ্গবন্ধু চিরকালই স্মরণীয় হয়ে থাকবেন এবং তার উত্তরাধিকার প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকবে।
মালদ্বীপের প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন, আমি আল্লাহর কাছে তার আত্মার মাগফেরাত কামনা এবং তিনি যেন জান্নাতুল ফেরদৌস লাভ করেন সেই প্রার্থনা করছি।
এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্টকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা স্বাগত জানান।
এ সময়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং জাদুঘরের ট্রাস্টি এনআই খান উপস্থিত ছিলেন।