বাসস দেশ-৪৩ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত

86

বাসস দেশ-৪৩
ভ্রাম্যমাণ-আদালত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত
বগুড়া, ১৬ মার্চ, ২০২১ (বাসস) : করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসন মুখে মাস্ক ব্যবহার ও জনসচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা নেতৃত্বে এই ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
নাছিম রেজা জানান, ভ্রাম্যমাণ আদালতের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সচেতনতা তৈরী করা। মাস্ক না পরায় ৩ ঘন্টায় প্রায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে, শজিমেক হাসপাতলের উপ-পরিচালক ডা. মো. ওয়াদুদ জানান, গত এক সপ্তাহ আগে বগুড়া শজিমেক হাসপাতলে করোনা রোগী ভর্র্তি ছিল ৭ জন । গত দুই দিনে সংক্রমণে ভর্তি হয়েছেন ১০ জন। ধীরে-ধীরে মানুষের মধ্যে সচেতনতা কমে যাওয়ায় সংক্রমণের হার বাড়ছে।
জেলা সিভিল সার্জন গওসুল আযিম জানান, তিনি জেলা প্রশাসকের সাথে করোনা সংক্রমণ রোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫০/কেজিএ