বাসস দেশ-১৬ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপনে বাংলা একাডেমির কর্মসূচি

100

বাসস দেশ-১৬
বঙ্গবন্ধুÑবাংলা একাডেমি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে বাংলা একাডেমির কর্মসূচি
ঢাকা, ১৬ মার্চ, ২০২১ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
আগামীকাল বুধবার সকাল ৭টায় একাডেমির পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১ টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বাগত-বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক রাশিদ আসকারী। আলোচনায় অংশ নিবেন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং কথাসাহিত্যিক আনিসুল হক।
বাসস/সবি/এসএস/১৫৪৫-কেএটি