বাসস দেশ-২ : হাইমচরে ৫ জেলের অর্থদন্ড

148

বাসস দেশ-২
৫ জেলের দন্ড
হাইমচরে ৫ জেলের অর্থদন্ড
চাঁদপুর, ১৬ মার্চ, ২০২১ ( বাসস): জেলার হাইমচর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৫ জেলেকে আটক করে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০০ কেজি জাটকা ও একটি নৌকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনা নদীর হাইমচর অভয়াশ্রম এলাকা থেকে এ ৫ জেলেকে ১০০ শত কেজি জাটকা ও একটি ইঞ্জিন চালিত নৌকাসহ আটক করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা । জাটকা গুলো সকালে উপজেলার এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ক্ষেত্র সহকারী হাফিজুর রহমান এবং কোস্টগার্ড পেটি অফিসার আব্দুল মতিনসহ সদস্যরা ।
বাসস/এনডি/সংবাদদাতা/১০০৫/নূসী