বাসস দেশ-৯ : সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

186

বাসস দেশ-৯
সংসদ-জামাত
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
ঢাকা, ২২ আগস্ট, ২০১৮ (বাসস) : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৭টায় ঈদুল আযহার এ জামাতের আয়োজন করা হয়। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, জাতীয় সংসদের হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মচারীবৃন্দ এবং এলাকার মুসল্লীরা ঈদের জামাতে শরীক হন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাত শেষে মুসুল্লীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বাসস/সবি/এমএসএইচ/১৪৩০/-জেজেড