চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুল হকের ইন্তেকাল

144

চট্টগ্রাম, ১৫ মার্চ, ২০২১ (বাসস) : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আলহাজ নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজেউন)। আজ দুপুর পৌনে ১২ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। জানা যায়, জনাব নুরুল হক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি এ হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও পাঁচ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ হালিশহর বড়পুলস্থ মইন্যাপাড়া বাইতুস সালাত জামে মসজিদে বাদে এশা মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, এক শোক বার্তায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আলহাজ নুরুল হক ছিলেন একজন আপাদমস্তক ও নির্মোহ রাজনীতিক। তিনি রাজনীতিকে কখনো অর্থবিত্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। দলের সকল স্তরের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সাথে তার নিবিড় সখ্যতা ছিল। তাই তাঁর অভাব কখনো আমরা পূরণ করতে পারবো না। শোকবার্তায় প্রয়াত নূরুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনাও পৃথক এক শোক বার্তায় আলহাজ নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।