বাসস দেশ-৮ : ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

122

বাসস দেশ-৮
ফেনী-জরিমানা
ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা
ফেনী, ১৫ মার্চ, ২০২০ (বাসস) : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয় গত চৌদ্দ মাসে ১৩৪টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৩ লাখ ৬২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এসব তথ্য জানান দপ্তর প্রধান সহকারি পরিচালক সোহেল চাকমা।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্য আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
ভোক্তার অধিকার সংরক্ষণে অভিযান এবং ভোক্তার অধিকার প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, একই ব্যক্তি সমাজে ভোক্তা, ক্রেতা এবং বিভিন্ন ভূমিকা পালন করে থাকেন। তাই স্বার্থ রক্ষায় ব্যক্তির নিজেকে সচেতন ভূমিকায় অবতীর্ণ করতে হবে।
সোহেল চাকমা জানান, জনসচেতনতায় কর্মসূচির অংশ হিসেবে একটি ট্রাক শো দিন ব্যাপি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩০৫/নূসী