বাসস দেশ-৪১ : ভোলার চরফ্যাসনে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সাড়ে চারশ’ ভেড়া বিতরণ

85

বাসস দেশ-৪১
বিতরণ-ভেড়া
ভোলার চরফ্যাসনে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সাড়ে চারশ’ ভেড়া বিতরণ
ভোলা, ১৪ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় আজ ‘উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় চরফ্যাসন উপজেলার দুইটি ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে সাড়ে চারশ’ ভেড়া বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে জাহানপুর ইউনিয়নে পঞ্চাশজন ব্যক্তির প্রত্যেককে তিনটি করে মোট ১৫০ টি এবং চর কুকরি-মুকরি ইউনিয়নে একশ’জন ব্যক্তির প্রত্যেককে তিনটি করে মোট তিনশ’টি ভেড়া বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/এইচএএম/১৮৪৫/এমকে