বাসস দেশ-১২ : দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ২ দিন ব্যাপী কর্মসূচি চূড়ান্ত

96

বাসস দেশ-১২
উন্নয়নশীল দেশ
দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ২ দিন ব্যাপী কর্মসূচি চূড়ান্ত
পিরোজপুর, ১৪ মার্চ, ২০২১ (বাসস) : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায়, পিরোজপুরে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আজ দুপুর ১টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহিত কর্মসূচির মধ্যে আনন্দ র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখা হয়েছে।
আগামী ২৭ ও ২৮ মার্চ এসব কর্মসূচি ছাড়াও দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হবে। পিরোজপুরের শহীদ ভাগিরথী চত্বর থেকে শুরু হয়ে আনন্দ র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব ময়দানের স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হবে। সেখানেই ১৫টি ষ্টলে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম প্রদর্শিত হবে। এছাড়া তথ্যচিত্র প্রদর্শনী, উন্নয়ন বিষয়ক কুইজ প্রতিযোগিতা, উন্নয়ন নিয়ে উপস্থিত বক্তৃতা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৭ ও ২৮ মার্চ উদযাপিত হবে। আজকের এ প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামসহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ,ব্যবসায়ী,মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৩০/নূসী