বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে সর্বোচ্চ যাত্রী উপস্থিতি

114

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র এভিয়েশন
যুক্তরাষ্ট্রের বিমান বন্দরে সর্বোচ্চ যাত্রী উপস্থিতি
ওয়াশিংটন, ১৪ মার্চ, ২০২১ (বাসস ডেস্ক) : কোভিড ১৯ মহামারির কারণে যুক্তরাষ্ট্রে বিমান ভ্রমণ স্থবির হয়ে যাওয়ার পরে এই প্রথমবারের মতো গত শুক্রবার দেশটির বিমান বন্দরগুলোতে সর্বোচ্চ সংখ্যাক যাত্রী সমাগম দেখা গেছে।
পরিবহন ও নিরাপত্তা প্রশাসনের পরিসংখ্যানে বলা হয়, গত বছরের ১৫ মার্চের পরে গত ১২ মার্চ শুক্রবার আমেরিকার বিমানবন্দরগুলো দিয়ে সর্বোচ্চ ১৩ লাখ ৫০ হাজারের বেশী যাত্রী বিমান ভ্রমণ করেছে।
তবে বিমান বন্দরে স্বাভাবিক পরিস্থিতিতে বছরের এই সময়ের তুলনায় বিমান যাত্রীদের এই সংখ্যা এখনো অর্ধেকের নিচে।
এরআগে করোনার মধ্যে গত ৩ জানুয়ারি বিমান সংস্থাগুলো প্রায় ১৩ লাখ যাত্রী পরিবহন করেছে। সবচেয়ে কম ৮৭ হাজার ৫৩৪ যাত্রী পরিবহন করেছে গত ১৪ এপ্রিল।
যুক্তরাষ্ট্রে করোনায় এ পযর্ন্ত ৫ লাখ ৩৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত রোধে এ পযর্ন্ত ১০ কোটি লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে।
বাসস/এএফপি/অনু-এমএবি/১১৪৫/অমি