বাসস দেশ-৬১ : দেশে করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন

249

বাসস দেশ-৬১
টিকা-আপডেট
দেশে করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন
ঢাকা, ১১ মার্চ, ২০২১ (বাসস) : দেশে এ পর্যন্ত ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণকারীদের মধ্যে ২৬ লাখ ৮৮ হাজার ৪৬২ জন পুরুষ এবং ১৫ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী রয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৯৯ হাজার ১৭৪ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬২ হাজার ১৯৭ এবং নারী ৩৬ হাজার ৯৭৭ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৩ লাখ ৩৪ হাজার ১৮৭ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৬ লাখ ৭৩ হাজার ৯৫, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৮০ হাজার ২৬৫, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ ৭৮ হাজার ৫৬০, রাজশাহী বিভাগে ৪ লাখ ৫৮ হাজার ১৯২, রংপুর বিভাগে ৩ লাখ ৮৮ হাজার ৯৪২, খুলনা বিভাগে ৫ লাখ ৫৩ হাজার ২১২, বরিশাল বিভাগে ১ লাখ ৯০ হাজার ২৫৬ এবং সিলেট বিভাগে ২ লাখ ৩৪ হাজার ৫১৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
বাসস/এএসজি/এমএসএইচ/২১০০/-কেএমকে