বাসস দেশ-৫৮ : ২ পেট্রোল পাম্পকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

166

বাসস দেশ-৫৮
বিএসটিআই-অভিযান
২ পেট্রোল পাম্পকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১১ মার্চ, ২০২১ (বাসস): ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ অনুযায়ী ২টি পেট্রোল পাম্পকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ ঢাকা জেলার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স শামছু ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২০০, ১৮০ ও ২৮০ মিলিলিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩৬০ মিলিলিটার তেল কম প্রদান করায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান এলাকার মেসার্স তালুকদার ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার তেল কম প্রদান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ রাকিবুল আলম ও পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমএআর/২০৪৭/-শআ