বাসস দেশ-৪৯ : চট্টগ্রামে আগুনে বাগদাদ গ্রুপের ১০ এসি বাস ভস্মীভূত

140

বাসস দেশ-৪৯
চট্টগ্রাম-আগুন
চট্টগ্রামে আগুনে বাগদাদ গ্রুপের ১০ এসি বাস ভস্মীভূত
চট্টগ্রাম, ১১ মার্চ ২০২১ (বাসস) : নগরীর কর্নেলহাট সিটি গেট এলাকায় বাগদাদ এক্সপ্রেসের গ্যারেজে আগুনে ১০ টি এসি বাস ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ২৫ মিনিটে আগুন লাগে।
বাগদাদ গ্রুপের জেনারেল ম্যানেজার সোহেল ইকবাল সন্ধ্যায় বাসস’কে জানান, ‘সিটি গেটের কাছে এ গ্যারেজে আমাদের কোম্পানির ১১ টি শীতাতপ নিয়ন্ত্রিত দূরপাল্লার বাস ছিল। আজ দুপুর একটা ২৫ মিনিটে হঠাৎ গ্যারেজটিতে আগুন ধরে যায়। এতে ১০ টি বাস সম্পূর্ণ পুড়ে যায়। একটি আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়। আগুনে আমাদের কোম্পানির ২০ থেকে ২২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি জানান, ‘আগুনের উৎস সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে স্থানীয়রা বলেছেন, কতিপয় বখাটে এখানে নিয়মিত নেশা করতো। তারা বিভিন্ন সময় বাসের বিভিন্ন যন্ত্রাংশও চুরি করে নিয়ে যেতো। আজও এদেরই কারো সিগারেটের আগুন থেকে এ অগ্নিকা- ঘটতে পারে।’
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৫ টি গাড়ি নিয়ে দুটি টিম এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপনে সক্ষম হয়। তবে অগ্নিকা-ের উৎস সম্পর্কে তারাও নিশ্চিত হতে পারেননি। ক্ষয়ক্ষতি ও উৎস সম্পর্কে তদন্তশেষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
বাসস/জিই/কেএস/১৯৩৮/কেএমকে