বাসস দেশ-৪৭ : নীলফামারীতে হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কর্মশালা

101

বাসস দেশ-৪৭
হরিজন সম্প্রদায়- কর্মশালা
নীলফামারীতে হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কর্মশালা
নীলফামারী, ১১ মার্চ ২০২১ (বাসস) : জেলায় আজ হরিজন জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবা বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী জজ উৎপল ঘোষ, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হাওয়া খাতুন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. নুরুন্নাহার শাহজাদী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় কর্মশালার আয়োজন করে ‘দেবী চৌধুরানী উন্নয়ন কেন্দ্র’।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩২/এমকে