বাসস দেশ-৪৫ : সিলেটে লন্ডন ফেরত ১৪৭ যাত্রী কোয়ারেন্টিনে

106

বাসস দেশ-৪৫
কোয়ারেন্টিন-সিলেট
সিলেটে লন্ডন ফেরত ১৪৭ যাত্রী কোয়ারেন্টিনে
সিলেট, ১১ মার্চ, ২০২১ (বাসস) : লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আাসা আরও ১৪৭ যাত্রীকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-২০২) ফ্লাইটের এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। পরে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সকল যাত্রীকে বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ি ৭ দিনের বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষে মিডিয়া কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ২৩ জন, হোটেল অনুরাগে ১৭ জন, হোটেল নূরজাহানে ১৫ জন, হোটেল হলি গেটে ২৫ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১৫ জন, হোটেল লা রোজে ১২ জন, হোটেল লা ভিস্তায় ২১ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ জন ও রয়েল প্লাম হোটেলে ৬ জনকে রাখা হয়েছে। এর আগেও যারা লন্ডন থেকে সিলেটে এসেছেন তাদেরকেও একইভাবে নির্ধারিত স্থানে কোয়ারিন্টিনে নেওয়া হয়।
বাসস/সংবাদদাতা/১৯১৪/এএএ