বাসস দেশ-২৮ : কুমিল্লায় যাত্রী নিরাপত্তায় অটোরিকশায় সচেতনতামুলক স্টিকার সংযুক্ত

106

বাসস দেশ-২৮
পরিচিতি-কার্ড
কুমিল্লায় যাত্রী নিরাপত্তায় অটোরিকশায় সচেতনতামুলক স্টিকার সংযুক্ত
কুমিল্লা (দক্ষিণ), ১১ মার্চ, ২০২১ (বাসস) : জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে চুরি-ছিনতাই রোধে পরিবহনে যাত্রী নিরাপত্তায় চালকের পরিচিতি কার্ড সংযুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার কুমিল্লা টাউন হল মাঠের মুক্তমঞ্চে চালকের পরিচিতি কার্ড বিতরণ উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সজিব খান, নিরাপদ সড়ক চাই এর রোটারিয়ান কাজী জাকির হোসেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বাসসকে বলেন, চুরি-ছিনতাই রোধে কুমিল্লা নগরীতে চলাচলকারী শতাধিক সিএনজি অটোরিকশায় সচেতনতামুলক স্টিকার লাগানো হয়। যাতে চালকের নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রসহ সকল তথ্য সংযুক্ত থাকবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮০১/কেজিএ