বাসস দেশ-২১ : বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের বিশ^মানের করে গড়ে তুলতে হবে : ভাইস-চ্যান্সেলর

93

বাসস দেশ-২১
কর্মশালা-বশেমুরবিপ্রবি
বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের বিশ^মানের করে গড়ে তুলতে হবে : ভাইস-চ্যান্সেলর
গোপালগঞ্জ, ১১ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ৩ দিনব্যাপী এক কর্মশালা বৃহস্পতিবার সকালে একাডেমিক ভবনে শুরু হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব তার বক্তব্যে বলেন, বিশ^বিদ্যালয়ে একটি বিভাগ খুলতে হলে তার ভিশন ও মিশন থাকতে হবে। বিশ^বিদ্যালয়ের প্রোডাক্ট হলো গ্রাজুয়েট সম্পন্ন শিক্ষার্থী। তাই গ্রাজুয়েটদের কোয়ালিটি এ্যাসুরেন্স করতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিশ^মানের করে গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং কোর্স কো-অর্ডিনেটর ছিলেন প্রফেসর ড. মো. মোজাহার আলী।
৩ দিনব্যাপী এ কর্মশালা ১১, ১৪ ও ১৫ মার্চ ২০২১ অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৫৫/কেজিএ