বাসস ক্রীড়া-৫ : হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

96

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ওয়ানডে
হোপের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের
অ্যান্টিগা, ১১ মার্চ ২০২১ (বাসস) : ওপেনার শাই হোপের সেঞ্চুরিতে জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিলো কাইরন পোলার্ডের দল। ১১০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন হোপ।
২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নিয়ে ওয়ানডে লড়াইয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার দানুস্কা গুনাতিলকা ও অধিনায়ক দিমুথ করুনারতেœ। ১৯ ওভারে ১০৫ রান যোগ করেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন।
২০তম ওভারের দ্বিতীয় বলে ষষ্ঠ বোলার হিসেবে শ্রীলংকার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি তুলে ৫২ রানে আউট হন করুনারতেœ। ৬১ বল খেলে ৪টি চারে ইনিংস সাজান তিনি।
এক ওভার বাদে নিজের ভুলেই প্যাভিলিয়নে ফিরেন গুনাতিলকা। পোলার্ডের করা ২২তম ওভারের প্রথম বলে ডিফেন্সিভ খেলে রান নেয়া চেষ্টা করেছিলেন। বল পপিং ক্রিজের পাশে ছিলো। রান ঠেকাতে দৌঁড়ে আসেন পোলার্ড। এতে নিজের জায়গা, পপিং ক্রিজে ফিরে যেতে গিয়ে বল তার জুতোয় লাগে। বল ধরতে না পেয়ে গুনাতিলকাকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন পোলার্ড। তৃতীয় আম্পায়ারের সহায়তা নিয়ে গুনাতিলকাকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন অন-ফিল্ড আম্পায়ার। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১১তম ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন গুনাথিলাকা।
ওয়ানডে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি পাওয়া গুনাতিলকা ৬১ বলে ৭টি চারে ৫৫ রান করেন। দুই ওপেনারের উড়ন্ত সূচনাকে ধরে রাখতে পারেননি পরের দিকে ব্যাটসম্যানরা। ফলে ১ ওভার বাকী থাকতে ২৩২ রানে অলআউট হয় শ্রীলংকা। ছয় নম্বরে নামা অভিষিক্ত আসেন বান্দারা ৬০ বলে ৫০ রানের সুবাদে লড়াই করার পুঁিজ পায় শ্রীলংকা। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার-জেসন মোহাম্মদ ২টি করে উইকেট নেন।
২৩৩ রানের জবাবে উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজও। ২৮ ওভারে স্কোর বোর্ডে ১৪৩ রান যোগ করেন দুই ওপেনার এভিন লুইস ও হোপ। ততক্ষণে লুইস নবম ও হোপ ১৭তম হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়ে যান।
৯০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬৫ রান করা লুইসকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন পেসার দুসমন্ত চামিরা। এরপর ড্যারেন ব্রাভোকে নিয়ে দলের জয়ের পথ সহজ করেন হোপ। সেই সাথে ৪১তম ওভারের প্রথম বলে ৭৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি তুলে নেন হোপ।
সেঞ্চুরির পর হোপকে থামান চামিরা। ১৩৩ বলে ১২টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। পরবর্তীতে ৩ ওভার বাকী রেখে ব্রাভো ও জেসন মোহাম্মদ ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন। ব্রাভো ৩৭ ও মোহাম্মদ ১৩ রানে অপরাজিত থাকেন। চামিরা ৫০ রানে ২ উইকেট নেন।
আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
বাসস/এএমটি/১৪৩৬/স্বব