বাসস দেশ-৮ : নওগাঁয় ৪০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে

103

বাসস দেশ-৮
প্রাথমিক স্কুল
নওগাঁয় ৪০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে
নওগাঁ, ১১ মার্চ, ২০২১ (বাসস): জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ২২১ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে মোট ৪০৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, পুনঃনির্মাণ এবং সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন করছে। মোট ৩টি পৃথক প্রকল্পের আওতায় এসব প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর নওগাঁ’র নির্বাহী প্রকৌশলী মাকছুদুল হক জানিয়েছেন, এর মধ্যে মোট ১৮৩টি প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। বাঁকী ২২৩টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
সূত্র জানিয়েছে চতুর্থ প্রাথমিক এডুকেশন উন্নয়ন কর্মসূচি’র আওতায় ৮৮ কোটি ৭৩ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে মোট ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হয়। এর মধ্যে ৩৮টি প্রকল্প সম্পূর্ণভাবে শেষ হয়েছে। বাঁকী ১৪৯টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
নিড বেজ ইনফাষ্ট্রাকচার ডেভেলপমেন্ট অব গভর্নমেন্ট প্রজেক্ট ফেজ-১ এর আওতায় মোট ৭৭ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে মোট ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ৮৪টি প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। চলমান রয়েছে ৩৯টি প্রকল্পের কার্যক্রম।
নিড বেজ ইনফাষ্ট্রাকচার ডেভেলপমেন্ট অব গভর্নমেন্ট নিউলী ন্যাশনালাইজড গভঃ প্রাইমারী স্কুল প্রকল্পের আওতায় মোট ৫৫ কোটি ৯ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে মোট ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজ হাতে নেয়া হয়। এর মধ্যে ৬১ টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ১৫টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩৫৫/-নূসী