চট্টগ্রামে হালদা পাড়ের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

766

চট্টগ্রাম, ১০ মার্চ, ২০২১ (বাসস) : চট্টগ্রামের রাউজানে মিঠা পানির একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী পাড়ের অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এনিয়ে রাউজান উপজেলায় চতুর্থধাপে ব্রিক ফিল্ডে অভিযান চালালো প্রশাসন।
বুধবার (১০ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের পারিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামীপাড়া গ্রামে হালদা নদীর পাড়ে জাহেদুল ইসলামের মালিকানাধীন এ.আলী নামে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা আফরিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহিদ, এসিল্যান্ড অতীশ দর্শী চাকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ের একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু হ্যারিটেজ হিসেবে ঘোষিত দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পাড়ে আরও দুটি অবৈধ ইটভাটা রয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, রাউজানে ৫১টি ইটভাটার মধ্যে একটিরও বৈধ লাইসেন্স নেই। এ পর্যন্ত চতুর্থধাপে ৩টিকে ৯লক্ষ টাকা জরিমানা ও ৭টির চিমনি গুড়িয়ে দেয় প্রশাসন।