বাসস দেশ-৪০ : গোপালগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সেমিনার

96

বাসস দেশ-৪০
নিরাপদ অভিবাসন- সেমিনার
গোপালগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সেমিনার
গোপালগঞ্জ, ১০মার্চ ২০২১ (বাসস): জেলায় আজ ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক সচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াছুর রহমান।
কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সেমিনারে জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক আবু মোহাম্মদ রেজাউল করিম, গোপালগঞ্জ পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মাঈনুল আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪৭/এমকে