বাসস দেশ-৩৮ : নীলফামারীর ডোমারে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

103

বাসস দেশ-৩৮
সহিংসতা- প্রতিরোধ
নীলফামারীর ডোমারে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা
নীলফামারী, ১০ মার্চ ২০২১ (বাসস) : জেলার ডোমার উপজেলায় আজ করোনা পরিস্থিতিতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ থেকে বিকাল তিনটা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
তহিবাতুন নেহার প্রীতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ও পাংগামটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল ইসলাম প্রমুখ।
সভায় সরকারি ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ ২৫ জন অংশগ্রহন করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৩৪/এমকে