বাসস দেশ-৩৭ : রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

101

বাসস দেশ-৩৭
বিট পুলিশিং-সমাবেশ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
রাঙ্গামাটি, ১০ মার্চ ২০২১ (বাসস): ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার কাপ্তাই উপজেলায় আজ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব (কাপ্তাই সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংশুইছাইন চৌধুরী প্রমুখ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, বিএসপিআই-এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি সামসুদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২ নং কাপ্তাই ইউনিয়ন বিট, শ্রেষ্ঠ অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ হোসেন এবং শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শফিকুল ইসলাম লিটুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৩০/এমকে