যশোর পৌরসভায় ভোটগ্রহণ ৩১ মার্চ

572

ঢাকা ১০ মার্চ, ২০২১ (বাসস) : যশোর পৌরসভার ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ সোমবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ভোটগ্রহণ ৩১ মার্চ বুধবার। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থগিতকৃত যশোর জেলার যশোর পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারন আসনের কাউন্সিলর পদে ইভিএমের মাধ্যমে বিগত ৮ ফেব্রুয়ারি তারিখে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যে অবস্থায় ছিল সে পর্যায় থেকে সম্পন্নের লক্ষ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ‘নির্বাচন পরিচালনার জন্য পূর্বের নিয়োগকৃত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং আপীল কর্তৃপক্ষ বহাল রাখারও সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।’