টিপিপি’তে আবারো যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

333

ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র), ১৩ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, আগের চেয়ে ‘ভাল’ চুক্তি করা সম্ভব হলে যুক্তরাষ্ট্র ট্রান্স-প্যাসিফিক পার্টনাশিপে আবারো যোগ দিতে পারে। খবর এএফপি’র।
এ সিদ্ধান্ত প্রেসিডেন্টের জন্য আকস্মিকভাবে ঘুরে দাঁড়ানো হবে। কেননা, তিনি গত বছর দায়িত্ব গ্রহণের পর এ বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রচারণা চালান এবং এ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব দ্রুত প্রত্যাহার করে নেন।
গত রাতে টুইটারে এক বার্তায় ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবিত চুক্তির চেয়ে যথেষ্ট ভালো একটি চুক্তি করা সম্ভব হলেই কেবলমাত্র আমরা টিপিপি’তে যোগ দিতে পারি। টিপিপি’র অন্তর্ভুক্ত ১১টি দেশের মধ্যে ছয়টি দেশের সাথে আমরা ইতোমধ্যে দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছি। বাকি বড় দেশগুলোর সাথে চুক্তি করতে আমরা কাজ করছি।’
মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহিজার ও শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ওয়াশিংটনের অবস্থান পুনর্মূল্যায়ন করছেন হোয়াইট হাউস এমন ঘোষণা দেয়ার পরে এ বিবৃতি দেয়া হয়।
কৃষি ভিত্তিক বিভিন্ন রাষ্ট্রের আইনপ্রণেতারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।