বাসস দেশ-২৯ : ঠাকুরগাঁওয়ে দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

102

বাসস দেশ-২৯
জরিমানা- ইটভাটা
ঠাকুরগাঁওয়ে দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা
ঠাকুরগাঁও, ৯ মার্চ ২০২১ (বাসস): জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আজ অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে দুই ইটভাটা মালিককে দু’লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বালিয়াডাঙ্গী উপজেলার ছোট পলাশবাড়ি ইউনিয়নে দু’টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুরে পরিবেশ অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক ফারুক হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার গোলাম রব্বানি এ অভিযান পরিচালনা করেন।
এসময় পরিচালনায় পরিবশে অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে দুই ইটভাটা মালিক দানেশ আলী ও সিরাজুল ইসলামকে একলাখ টাকা করে মোট দু’লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ইটভাটার বেশকিছু অংশ এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়াও আগামী একমাসের মধ্যে ইটভাটা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫৫/এমকে