বাসস দেশ-৬০ : শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরু

223

বাসস দেশ-৬০
প্রশিক্ষণ-শেরপুর
শেরপুরে হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের ব্লক-বাটিক প্রশিক্ষণ শুরু
শেরপুর, ৮ মার্চ ২০২১ (বাসস) : জেলায় হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে সাতদিনব্যাপী ব্লক-বাটিক প্রশিক্ষণ আজ শুরু হয়েছে।
আজ সেমাবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন তুলশীমালায় এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধণ করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহাম্মদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতির পারে ৪০জন হিজড়াকে সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তাদের কর্মসংস্থানের লক্ষে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৪৭/এমকে