জনপ্রতিনিধিদের জনগণের সেবক হতে হবে : প্রতিমন্ত্রী পলক

678

নাটোর, ৮ মার্চ ২০২১ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছেন। এ লক্ষ্য পূরণে সকল পর্যায়ের জনপ্রতিনিধিকে জনগনের সেবক হতে হবে।
প্রতিমন্ত্রী আজ সোমবার জেলার সিংড়া পৌরসভা মিলনায়তনে নবনির্বাচিত সিংড়া পৌর পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত বারোবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে দেশের উন্নয়নের ধারায় অংশগ্রহণ করতে হবে। উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে। সকল উন্নয়ন কাজের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ে মনিটরিং থাকতে হবে। নাগরিকদের কাঙ্খিত সেবা সহজেই প্রদান করতে হবে।পৌর নাগরিকদের সকল সেবাকে হাতের মুঠোয় আনতে ওয়ানস্টপ সুপার অ্যাপ্লিকেশন ব্যবস্থা প্রবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
সিংড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।