বাসস দেশ-৪১ : নীলফামারীতে নারী দিবসে প্রীতি ফুটবল ম্যাচ ও বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

161

বাসস দেশ-৪১
নারী দিবস- নীলফামারী
নীলফামারীতে নারী দিবসে প্রীতি ফুটবল ম্যাচ ও বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
নীলফামারী, ৮ মার্চ ২০২১ (বাসস) : জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যাললেয় উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় মিলিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম প্রমুখ।
আলোচনাসভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলায় মহিলা বিষয় অধিদপ্তরের উপপরিচালক নুরন্নাহার শাহজাদী।
অপরদিকে জেলা পুলিশের উদ্যোগে দুপুর ২টার দিকে শেখ কামাল স্টেডিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য বাইসাইকেল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় তিনশতাধিক নারী ও পুলিশ সদস্য অংশগ্রহন করেন।
স্টেডিয়াম চত্বরে জেলা পুলিশের বাইসাইকেল শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফাতেহা শিরিন চৌধুরী।
এরআগে, দুপুর ১২টার দিকে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ক্ষুদে নারী ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন পরিবারের পক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অপরাজিতা’। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা দেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমম্বয়ক জুয়েনা আজিজ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫২/এমকে