বাসস দেশ-৮ : মেহেরপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

98

বাসস দেশ-৮
প্রস্তুতি সভা
মেহেরপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
মেহেরপুর, ৮ মার্চ, ২০২১ (বাসস) : জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিসভা করেছে জেলা প্রশাসন। আজ সোমবা বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, মুজবিনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, পিপি পল্লব ভট্রাচার্য প্রমুখ। প্রস্তুতি সভায় গৃহীত কর্মসূ গুলো- ২৫ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণহত্যার আলোচনা, গণহত্যার উপর ভিডিও চিত্র প্রদর্শণ, ১ মিনিট প্রতিকী ব্লাক আউট, মোমবাতি প্রজে¦ালন, গণহত্যা দিবস সম্পর্কে আলোচনা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, গীতিনাট্য ও সাংসাকৃতিক অনুষ্ঠান।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি। পতাকা উত্তোলন, সড়কের দু’পাশে বিভিন্ন পতাকা দিয়ে সাজানো, সরকারি বেসরকারি বিভিন্ন ভবন সমূহ আলোকসজ্জা, শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, হাসপাতাল -জেলখানা- শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা, সিনেমা হলে বিনা টিকিটে মুক্তিযোদ্ধা ভিত্তিক সিনেমা প্রদর্শন, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাসভা, সংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৫৫/নূসী