বাসস দেশ-৭৪ : যারা স্বাধীনতা চায়নি তারা এখনো চক্রান্ত চালাচ্ছে : রেলপথ মন্ত্রী

219

বাসস দেশ-৭৪
সুজন-৭ মার্চ
যারা স্বাধীনতা চায়নি তারা এখনো চক্রান্ত চালাচ্ছে : রেলপথ মন্ত্রী
পঞ্চগড়, ৭ মার্চ, ২০২১ (বাসস) : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়ে ছিলেন আর যারা মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ দেখেছেন তারা জানেন, যুদ্ধের পর তিন বছর দেশ কিভাবে চলেছিল। মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার, আলবদর ও আল সামস ছিল, ওরা এখনো আছে। তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। দেশকে অস্থিতিশীল করতে তারা এখনো চক্রান্ত চালাচ্ছে।
পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট ড. সাবিনা ইয়াসমিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, বীরমুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/০০২০/কেজিএ