বাসস দেশ-৬২ : ঐতিহাসিক ৭ মার্চ দিবসে কাব্য-নৃত্যালেখ্য ‘মুক্তির মহাআখ্যান’ পরিবেশিত

154

বাসস দেশ-৬২
বঙ্গবন্ধু-শিল্পকলা-কাব্য-নৃত্যালেখ্য
ঐতিহাসিক ৭ মার্চ দিবসে কাব্য-নৃত্যালেখ্য ‘মুক্তির মহাআখ্যান’ পরিবেশিত
ঢাকা,০৭ মার্চ ২০২১(বাসস): ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে পরিবেশিত হয়েছে ‘মুক্তির মহাআখ্যান’।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় একাডেমির উদ্যোগে প্রাঙ্গণের শিল্পচত্তরে লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় দুইশত জন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ কাব্য-নৃত্যালেখ্য।
সঙ্গীত-নৃত্য: নাও ছড়িয়া দে, কবিতা : কাব্য, সঙ্গীত, কোরিওগ্রাফি: একটি কবিতা লেখা হবে, ৭ মার্চের ভাষণ: কোরিওগ্রাফী, অপারেশন সার্চ লাইট গান: গণহত্যার প্রতিবাদ,গান: মুক্তিযুদ্ধের প্রস্তুতি, যুদ্ধ, গুলি , গান: মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ, গান: স্বাধীন স্বদেশ, গান: শোক ও শ্রদ্ধা, সঙ্গীত ও নৃত্য: মুক্তির মন্দির সোপান তলে, গান : স্বাধীনতার উল্লাস, কবিতা: স্বাধীনতা তুমি, আমার পরিচয়: কোরিওগ্রাফী, চলো আবারো জয় বাংলা বলে এবং চলো নির্ভয়ে চলো লাল-সবুজের পাল তুলে গানের সাথে নৃত্য এই মহাআখ্যানে তুলে ধরা হয়েছে।
‘মুক্তির মহাআখ্যান’ নৃত্য পরিচালনা করেছেন শামীম আরা নীপা,অমিত চৌধুরী,মেহরাজ হক তুষার,সাইফুল ইসলাম ইভান, আরিফুল ইসলাম অর্ণব এবং মাশরুর রহমান।
অনুষ্ঠানের শুরুুতেই একাডেমির শিশু সঙ্গীত দলের দুইশতাধিক শিল্পী পরিবেশন করেন জাতীয় সংগীত এবং ধন্য মুজিব ধন্য দুটি সমবেত সংগীত।
বাসস/সবি/এসএস/২০২০/আরজি