বাসস দেশ-৫৯ : সিরাজগঞ্জে যমুনা তীরে ‘মুজিব দর্শন’ ম্যুরাল উন্মোচন

106

বাসস দেশ-৫৯
‘মুজিব দর্শন’- উন্মোচন
সিরাজগঞ্জে যমুনা তীরে ‘মুজিব দর্শন’ ম্যুরাল উন্মোচন
সিরাজগঞ্জ, ৭ মার্চ ২০২১ (বাসস): জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দু’টি বইয়ের আদলে ‘মুজিব দর্শন’ ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে দুইটি বইয়ের আদলে তৈরি করা হয়েছে ম্যুরালটি।
আজ রোববার সকালে যমুনা নদীর হার্ড পয়েন্টে স্থাপিত ম্যুরালটি উন্মোচন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
ম্যুরালটি চারপাশে নিরাপত্তা দেয়াল জুড়ে বঙ্গবন্ধুর ফটো গ্যালারি তৈরি হয়েছে ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/এনডি/সংবাদদাতা/এমকে