বাসস দেশ-২৬ : উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা

805

বাসস দেশ-২৬
উপসচিব-পদোন্নতি
উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা
ঢাকা: ৭ মার্চ, ২০২১ (বাসস) : প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা।
আজ রোববার এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুইটি আদেশ জারি করা হয়েছে।
দুই আদেশে মোট ৩৩৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম আদেশে ১৫ জন এবং দ্বিতীয় আদেশে ৩২২ জনকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ১৫ জন বিদেশে বাংলাদেশের হয়ে বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন। আর বাকি ৩২২ জনকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওএসডি) করা হয়েছে। তবে নতুন উপ-সচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপ-সচিব হয়েছেন ৭৯ জন কর্মকর্তা।
বাসস/সবি/বিকেডি/১৭৩৮/কেকে