মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

226

মেহেরপুর, ৭ মার্চ, ২০২১ (বাসস) : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মেহেরপুরে উদযাপিত হচ্ছে ৭ মার্চ। আজ রোবরার সকালে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এ ছাড়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর মুক্তিযোদ্ধা কমা- কাউন্সিল, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান সদর এ্যাড. ইয়ারুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন নাসির উদ্দীন গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জন প্রশিসন প্রতিমন্ত্রী বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর ভাষণের জন্য ৭ মার্চ দিনটি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের উদ্দেশে বঙ্গবন্ধু বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সেই অপেক্ষার অবসান ঘটায়। সেই ভাষণ মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য অত্যন্ত গভীর। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মুক্তিযোদ্ধা আবদুল হালিম প্রমুখ। এ সময় সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক রফিকুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামসহ জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।