বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

266

বগুড়া, ৭ মার্চ, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে রোববার বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরের বট তলায় রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান করা। জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা পুস্প স্তবক অর্পণ করেন। এর পর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কারাগারের সুপার মুনিরুজ্জামান, ফায়ার সার্ভিস অফিস, জেলা খাদ্য বিভাগসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমান ঐতিহাসিক রেস কোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন এ ভাষণই ছিল মুক্তিযুদ্ধের দিক নির্দেশান। এ ভাষণে বঙ্গবন্ধু সমগ্র জাতিকে এক ছাতার নিচে এসেছিল। সেদিন জাতি মুক্তিযুদ্ধের শপথ নেয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা আওয়ামীলীগের সভাপতি মবির রহমান মজনু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু , সুলতান মাহমুদ খান রনি প্রমুখ।
বিকেল ৫ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। জেলা পুলিশের উদ্যোগে শহীদ খোকন শিশু পার্কে আলোচান সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ও অন্যান্য সংগঠন নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালন করে।