জয়পুরহাটে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

275

জয়পুরহাট, ৭ মার্চ, ২০২১ (বাসস) : আজ রোববার বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ’ প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে জয়পুরহাটে।
সকাল ৭ টায় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু, জেলা বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঐতিহাসিক ৭ মার্চ প্রথম বারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপনের জন্য নানা কর্মসূিচর মধ্যে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। এরমধ্যে রয়েছে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি, সংগীত, একক ও দলীয় নৃত্য প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন ও শেখ হাসিনার লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয় । ক, খ ও গ বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ছাড়াও শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জেলা তথ্য অফিস বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে। এখানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়ন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক দর্শক শ্রোতা অংশগ্রহণ করেন। অপরদিকে, জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, এ্যাড: মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী প্রমূখ।