বাসস ক্রীড়া-১১ : আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তুষ্টিতে শাস্তি পেলেন সাউদি

113

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-সাউদি
আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তুষ্টিতে শাস্তি পেলেন সাউদি
অকল্যান্ড, ৬ মার্চ ২০২১ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় শাস্তি পেলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।
তৃতীয় টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের বিপক্ষে এলবিডব্লিউ’র আবেদন করেন সাউদি। রিভিউ নেয়ার পর আম্পায়ার্স কলের কারণে থার্ড আম্পায়ার নট আউট দেন ফিঞ্চকে। ফলে উইকেট বঞ্চিত হন তিনি। এতে অসন্তেুাষ প্রকাশ করেন সাউদি। যা অন-ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারির চোখ এড়ায়নি।
এতে ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুচ্ছেদ ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট শাস্তি হিসেবে দেয়া হয়।
তবে বড় শাস্তি পাননি সাউদি। তাঁকে তিরস্কার করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। সাউদি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাই কোন আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সিরিজের চতুর্থ টি-টুয়েন্টি শেষে সাউদির শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা বিরাজ করছে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজে পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি।
বাসস/এএমটি/১৪০০/নীহা